চাঁদপুরে ইউপি চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা

📄🖋: নাঈম মজুমদার
প্রকাশ: ১ মাস আগে

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে তাঁরা জনরোষে পড়েন। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানেই জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।

প্রযোজক সেলিম খান যিনি শাপলা মিডিয়ার কর্নধার 

ওই এলাকার প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন, তাঁদের রাতে অন্ধকারে কে বা কারা মেলে ফেলে রাখে রাস্তায়। এখনো লাশগুলো সেখানে পড়ে আছে।

 

আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় তিনি জেলও খাটেন। দুদকে তাঁর বিরুদ্ধে মামলা চলমান।

 

রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার সত্বাধিকারী ছিলেন সেলিম খান। তাঁর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই–তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম বলেন, ‘তাঁদের (সেলিম খান ও শান্ত খান) মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের কেউ খবর দেয়নি। আমরা জানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকার কারণে সেখানে যাইনি।’

  • চাঁদপুর
  • শান্ত খান