চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ

📄🖋: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন সারা দেশে বিক্ষোভ মিছিল হয়, চাঁদপুরের সকল ছাত্র ছাত্রীদের এ সময় ছিল সরব উপস্থিতি।

দফায় দফায় চাঁদপুরের বিভিন্ন পয়েন্টে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। এই সময় তাদের উপর আক্রমন করে ছাত্রলীগ নেতা ও কর্মী। চাঁদপুর বাস স্ট্যান্ড, কালিবাড়ির মোড়ে সহিংসতা দেখা যায়।

এই আন্দোলনে চাঁদপুর তথা হাজীগনজে  শিক্ষকদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়, যা কিছুতেই মেনে নিতে পারে নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মোহাম্মদ আনোয়ার উল্লাহ

হাজীগনজ ডিগ্রী কলেজ এর ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার উল্লাহর পদত্যাগের দাবি জানিয়েছেন উক্ত কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি সরকারের চাটুকারিতা করতে ব্যস্ত ছিলেন।আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ না করে বরং আন্দোলনরত শিক্ষকদের সমালোচনা করেন।

অন্যদিকে গত চব্বিশে জুলাই পুরান বাজার ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব তারিক উল্লাহ স্যার মৃত্যু বরণ করেন। বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর অধিদপ্তরের বিটিএফও অফিসার ল্যাফটেনেন্ট মোঃ শোয়েব হোসেনকে পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর-এর নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছেন।

এছাড়া ওই কলেজের আরেক শিক্ষক রতন কুমারের পদত্যাগের দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা  এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।