পাকিস্তানে নয় ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

📄🖋: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
পাকিস্তানে নয় ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

ক্রিকেট বিশ্বে বর্তমানে সবথেকে আলোচিত খবর কোনটি? কদিন পরই শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি, এদিকে পাকিস্তানের বিপক্ষে চলছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ, ইংল্যান্ড খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ভারতের টি-টোয়েন্টি দল আছে দক্ষিণ আফ্রিকা সফরে, ঘরের মাঠে শ্রীলঙ্কা খেলছে নুজিল্যান্ডের বিপক্ষে। তবে মাঠের এত সব খেলা নয়, সবথেকে বেশি আলোচনায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ।

আইসিসির মেগা ইভেন্টগুলোর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসছে বছরের শুরুতেই পাকিস্তানের মাটিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে শেষ পর্যন্ত এবারের আসর কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পাকিস্তানে গিয়ে এ টুর্নামেন্টে অংশ নিবে না সে কথা সাফ জানিয়ে দিয়েছে ভারত। বিসিসিআই আইসিসিকে জানিয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে যেখানে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

এদিকে ভারতের এমন প্রস্তাব মানার পক্ষে নয় পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে। আবার পাকিস্তান এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বলেও জানিয়েছে বেশ কিছু সংবাদমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যম স্পোর্টসতাক এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না হলে নাম প্রত্যাহার করে নিতে পারে পিসিবি। এমনকি ভবিষ্যতে কোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তও আসতে পারে।

এদিকে পাকিস্তানে না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে এমন গুঞ্জণ গত কয়েকদিন সংবাদমাধ্যমে ভাসলেও স্পোর্টসতাক জানিয়েছে, এ টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই শেষ হবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টি লিগ। এ কারণে দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নাও হতে পারে।

এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে ভারতের নাম আসছে। স্পোর্টসতাক জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছে বিসিসিআই।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি ঘটতে চলেছে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই। ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে আইসিসির এই ইভেন্টটি।

  • পাকিস্তান
  • ভারত