অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে হাতিয়ার সী ট্রাক, দায়ী কে?

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে হাতিয়ার সী ট্রাক, দায়ী কে?

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মাত্র চলাচলের মাধ্যম হচ্ছে নৌ পথ। আর এই নৌপথেই দৈনিক শত শত মানুষ চলাচল করে। তাদের চলাচলের এক মাত্র মাধ্যম হলো সী ট্রাক, ট্রলার ও স্প্রীড বোট। কিন্তু অতিরিক্ত ফিটনেসবিহীন ট্রলার ও স্প্রীড বোটের কারণে বন্ধ হওয়ার পথে সী ট্রাক। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক চলছে সমালোচনার ঝড়। সকলের প্রশ্ন সী ট্রাক বন্ধের পিছনে রযেছে কার হাত। কিন্তু সী ট্রাক কর্তৃপক্ষ দাবি করেন অতিরিক্ত ফিটনেসবিহীন ট্রলার ও স্প্রীড বোটের কারণে যাত্রী সংকট থাকায় অচিরেই বন্ধ হতে পারে সী ট্রাক টি।

ফিটনেসবিহীন স্প্রিংবোট

জানা যায় গত ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে সী-ট্রাকটি ২০২৩ সাল পর্যন্ত বন্ধ ছিলো। কিন্তু ২০২৪ সালের শুরু দিক থেকে এই পর্যন্ত চালু রয়েছে। আগে প্রতিদিন চেয়ারম্যান ঘাট টু নলচিরা আফাজিয়া ঘাটে একবার আপ-ডাউন করলে ও ৫ আগস্টের পর হাতিয়ার মানুষের কথা বিবেচনা করে সকাল বিকাল আপ-ডাউন করে আসছে সী ট্রাক টি। কিন্তু যাত্রী সংকট থাকাই অচিরেই বন্ধ হতে পারে বলে জানিয়েছেন সী ট্রাক কর্তৃপক্ষ।

ফিটনেসবিহীন মাছ ধরার ট্রলার

এ বিষয়ে- সী-ট্রাক বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে কতৃপক্ষ দায়ী করছেন ঘাটের অব্যবস্থাপনাকে তারা জানান-নিয়ন্ত্রনহীন ঘাট ব্যবস্থার কারণে সী-ট্রাকে যাত্রী সংকট দেখা দিচ্ছে।সী-ট্রাক ছাড়ার ঠিক আগ মুহূর্তেও পাল্লা দিয়ে চলছে ফিটনেসবিহীন স্প্রীডবোট ও ট্রলার! মানুষের মধ্যেও নেয় জীবনের মায়া ও সচেতনতা!

দুইমাস আগেও এই রুটে স্প্রীড বোটের সংখ্যা ছিল ২১ টি যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টিতে যেন আঙুল ফুলে কলা গাছের মতো। ঘাটের কেউ কেউ বলছে স্প্রীড বোটের সংখ্যা আরো বাড়তে পারে। তাছাড়া সী ট্রাকের সাথে পাল্লা দিয়ে মাছ ধরার নৌকা গুলো ও যাত্রী পারাপারের ব্যস্ত।

যদিও সী-ট্রাক ছাড়ার ২ ঘন্টা আগ পর্যন্ত ট্রলার কিংবা স্প্রীড বোট না চলার কথা থাকলেও তা মানছেননা কেউই যেন নিজের মত করেই চালাচ্ছেন ট্রলার কিংবা স্প্রীড বোট।

এ বিষয়ে সী-ট্রাক মাষ্টার আফজালের সাথে যোগাযোগ করলে তিনি বেশকিছু সমস্যার কথা বলেন এবং এ থেকে উত্তরণের উপায় প্রসঙ্গে বেশ কিছু পরামর্শ দেন। তিনিও মনে করেন উপজেলা প্রশাসক, জেলা প্রশাসক ও নৌবাহিনীর হস্তক্ষেপেই কেবল সম্ভব ঘাটের এসকল অনিয়ম রোধ করে ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এসকল অনিয়ম রোধ করতে পারলে সী-ট্রাক পর্যাপ্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়তে পারবে এবং হাতিয়ার মানুষও নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা পাবে।

এই বিষয়ে হাতিয়ার উপজেলার মানবিক সংগঠন দ্বীপ হাতিয়ার অন্যতম সদস্য ফৌজিয়া সাফদার সোহেলী জানান- তারা এমন ভাবে ঘাট কে নিয়ন্ত্রণ করতেছে যেন আ.লীগের দোসরদের চেয়ে ও তারা শক্তিশালী এদের কে প্রতিহত না করলে হাতিয়ার মানুষ আবারো জিম্মি হয়ে পড়তে পারে।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান- বিষয় টি আমাদের কে অবগত করছে আমরা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • হাতিয়া