হাতিয়াতে প্রথম ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা আয় করলেন জাকের শাহীন।

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
সোশ্যাল কনটেন্ট ক্রিয়েটর জাকের শাহীন।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। এখনকার বেশিরভাগ মানুষ অবহেলিত এবং নানান দিক থেকে বঞ্চিত। নোয়াখালী হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের জাকের শাহীন ফেসবুক থেকে মাত্র একমাসে ইনকাম করেছে ১লক্ষ ৩৭হাজার টাকা।

তিনি নোয়াখালী হাতিয়া তমরদ্দী এর সন্তান। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে পড়ালেখার পাশাপাশি হাতিয়ার প্রকৃতিক সৌন্দর্য তুলে ধরছেন অনলাইনে।দেশ বিদেশের মানুষজন হাতিয়ার স্থানীয় বিভিন্ন তথ্য সহজেই জানতে পারেন হাতিয়া নিউ ফেসবুক পেইজে।

সাম্প্রতিক জাকের শাহীন এর ফেসবুক পেইজ (হাতিয়া নিউ) এর অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যায়। এক মাসের ভিতরে ১হাজারেরও বেশি ডলার জমা হয়ে যায়। যার বাংলাদেশী টাকায় ১লক্ষ ৩৭হাজার।

জাকের শাহীন জানান, পড়ালেখার পাশাপাশি সামান্য একটা মোবাইল দিয়ে ভিডিও করেন তিনি। গত কয়েকবছর ধরেই ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন। অবশেষে ফেসবুক থেকে মনিটাইজেশন চালুর প্রথম মাসেই আয় করেন লক্ষ টাকা।তবে শীগ্রই ইউটিউব থেকে ইনকাম আসবে জানান তিনি।

মধ্যবিত্ত পরিবারের ছেলে জাকের শাহীন এর ফেসবুক থেকে ইনকাম দেখে এলাকায় মানুষজন অবাক হয়ে যায়। গতকাল নিজ এলাকার ২টি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মিস্টি করা হয়। পাশাপাশি এলাকার বাজারে মানুষের মাঝে মিস্টি বিতরণ করে বেশ সাড়া জাগিয়েছেন। জাকের শাহীন এর ফেসবুকের ইনকাম নিয়ে এলাকাবাসী অনেক আনন্দিত।

জানা যায়, দীর্ঘদিন ধরেই জাকের শাহীন ঘরে বাহিরে বিভিন্ন মানুষ এবং বন্ধুবান্ধবদের থেকে ভিডিও করা নিয়ে অনেক অপমানিত হয়েছেন।কিন্তু কখনো থেমে যাননি। অপমানকে রোবটের মতো সহ্য করেও ভিডিও আপলোড দিয়েছেন। আজ তার এই সাফল্য সকল অপমানের ফসল।

দ্বীপ হাতিয়ার প্রত্যান্ত অঞ্চলে এরকম অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। বিভিন্ন কারণে অনেকে থেমে যায়। ফেসবুক থেকে ইনকাম করতে হলে ধৈর্যের প্রয়োজন। যা সবার থাকে না, যা দেখিয়ে দিয়েছেন হাতিয়ার ছেলে জাকের শাহীন। অনেকেই জাকের শাহীন এর মতো ফেসবুক থেকে ইনকাম করতে চায়। কিন্তু লেগে থাকলে একদিন সাফল্য আসবেই।

  • হাতিয়া