ফেনী পিবিআই’র ফৌজদারী অপরাধ সনাক্তকরণ ও তদন্তের কৌশলের কর্মশালা অনুষ্ঠিত

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ফেনী পিবিআই'র ফৌজদারী অপরাধ সনাক্তকরণ ও তদন্তের কৌশলের কর্মশালা অনুষ্ঠিত

পিবিআই, ফেনী জেলা কর্তৃক ‘‘ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধসমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল’’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

পিবিআই ফেনী জেলা আয়োজনে ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধসমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” শীর্ষক কর্মশালা শনিবার ২৩ নভেম্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন, ফেনী জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি।

কর্মশালায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ফেনী’র বিজ্ঞ যুগ্ম জেলা জজ মোহাম্মদ আলী আক্কাস প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্যে বলেন, মামলার ঘটনার সূত্রপাত ও বিবরণ পর্যালোচনায় লক্ষ্য করা যায় যে, বিজ্ঞ আদালতে এবং থানায় যে সকল মামলা রুজু হয় তার সিংহভাগই জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। দেওয়ানী মামলার পাশাপাশি অসংখ্য ফৌজদারী অপরাধ এমনকি গুরুতর আঘাত ও খুনের ঘটনা সংঘটিত হয় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। পরবর্তীতে ও উপযুক্ত সাক্ষীর অভাব এবং বিভিন্ন জটিলতায় এই সকল মামলা নিষ্পত্তিতে দীর্ঘসুত্রিতা পরিলক্ষিত হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন—২০২৩, এই সকল ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখবে। তিনি জমিজমা সংক্রান্ত মামলার বিশ্লেষণমূলক আলোচনা ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন—২০২৩ এর উপর বিশেষভাবে আলোকপাত করেন।

এছাড়া উক্ত কর্মশালায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদরের সাব-রেজিস্টার মো: বোরহান উদ্দিন সরকার।

কর্মশালায় পিবিআই ফেনী জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • ফেনী