নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ৯ নং বুড়িরচর ইউনিয়ন (নতুন সুইজ) বুড়ির দোনা ঘাটের ট্রলার ডুবির ঘটনায় নিহত দেলোয়ারে’র পরিবারকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান করেছে সামাজিক সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন।
উক্ত সংগঠনের উদ্যোগে সোমবার সকালে এই সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য ও দায়িত্বশীল বৃন্দ।
এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমন, ডা: ইয়াছিন আরাফাত, ডা: জুয়েল রানা এবং ফাউন্ডেশনের সভাপতি মো: ইউনুছ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক শাফায়াত উল্যাহ্, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা এছাড়াও সংগঠনের সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় নিহত দেলোয়ারের পরিবারের পক্ষ থেকে তার ছেলে অনুদান গ্রহন করেন। সেলাই মেশিন শেখার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বচ্ছল হবে বলে আশা করেন সংগঠনের সবাই। ভবিষ্যতে যে কোনো সময় পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।