হাতিয়ায় আওয়ামী লীগ নেতা, সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
হাতিয়ায় আওয়ামী লীগ নেতা, সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

আওয়ামী লীগ এর শাসন আমলে দলীয় প্রভাব বিস্তার করেও এখনো এলাকায় দাপটের সহিত প্রভাব বিস্তার করা সহ এলাকায় লুট, ভাংচুর, অগ্নিসংযোগ, খাল দখল, জমি দখল, সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন সহ বেপরোয়া চাঁদা বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, জোর করে জমি দখলের এবং প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড় শুল্যাখালীর মৃত নুর আহামাদ এর ছেলে পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু কাউছারের বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং অনিয়মের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

জানা যায়, আবু কাউছারের সাথে সামাজিক বিভিন্ন বিষয়াদি এবং জায়গা সম্পত্তি নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ ও মামলা মোকাদ্দমা চলে আসছে। উক্ত বিবোধের জের ধরে ভুক্তভোগী মিজানুল রহমানকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে কিংবা বাড়িতে দেখা পাইলে বিভিন্ন ধরনের প্রাণে হত্যার হুমকি দামকি দেন।

হাতিয়া পৌরসভার স্থানীয় চৌমুহনী বাজারের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর কবরস্থানের সামনে আবু কাউছার ভুক্তভোগীকে একা দেখা পেয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এক পর্যায়ে আবু কাউছার ক্ষিপ্ত হয়ে রাস্তার পার্শ্বে থেকে লাঠি নিয়া ভুক্তভোগীর হাতে, পায়ে পরপর কয়েকটি বারি মেরে ফুলা জখম করে। ভুক্তভোগীর চিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে আসলে ভুক্তভোগী প্রাণে বেঁচে যায়।

তার পর আবু কাউছার ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলে যে, পথে ঘাটে একা পেলে মারধর করবে, ভুক্তভোগীকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে, ভুক্তভোগীর খরিদীয় জমি হতে বিতাড়িত করবে। আবু কাউছারের হুমকি মধ্যে ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মিজানুল রহমান বলেন, আবু কাউছার যে কোন সময় আমাকে কিংবা আমার পরিবারের কাউকে রাস্তা ঘাটে, বাড়িতে একা পেলে মারধর করবে, বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে ও প্রাণে হত্যা করার হুমকি দেন। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

এই বিষয়ে সহকারী শিক্ষক আবু কাউছার সব কিছু অস্বীকার করে বলেন সব কিছু মিথ্যা অপপ্রচার। হাতিয়া থানায় অভিযোগের বিষয়েও তিনি জানেন না। তিনি মিজানুর রহমান আমার আত্মীয় আমি কেন তার জমি দখল করতে যাবো।

এই বিষয়ে হাতিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) তিনি বলেন, আমরা সঠিক তদন্ত করে আইনি পদক্ষেপ নিবো।

  • হাতিয়া