পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নবম থেকে ১৩তম গ্রেডে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করার হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট সরকারকে এই আদালতে আপিল করার জন্য ছুটি দিতে বলেছে।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা সরকারি আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ জুন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা ব্যবস্থা বাতিলের ২০১৮ সালের সরকারি সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে শাইফুজ্জামান ওই দিন ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের রায়ের পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করা হয়েছে।
আজ আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন মোতাহের হোসেন সাজু।