উরুগুয়ের কাছে লজ্জার হার ব্রাজিলের

📄🖋: নাঈম মজুমদার
প্রকাশ: ২ মাস আগে

সূর্য উদয়ের মুহূর্তে অস্ত গেল ব্রাজিলের সেমি ফাইনাল খেলার স্বপ্ন। আজ সকাল 7 টায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। 90 মিনিটের খেলায় টাই থাকে এবং নিয়ম অনুযায়ী খেলা  গড়ায়  ট্রাইব্রেকারে।

উরুগুয়ের গোলকিপার দুর্দান্ত সেব দিয়ে জয় নিশ্চিত করল।

ব্রাজিলের পরাজয়ে হতাশ বাংলাদেশের ফ্যানরা।নেটিজনরা সোশ্যাল মিডিয়ায় তাদের আক্ষেপ তুলে ধরেছে।

  • ফুটবল