চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতির ৩ ঘন্টা পর পুনর্বহাল

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
হাতিয়া চাঁনন্দী ইউনিয়নের বিএনপি সভাপতি মাহবুব

নোয়াখালী হাতিয়ার চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ইকবালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যহতি দেওয়ার তিন ঘন্টার মধ্যে তাকে স্ব-পদে পুনর্বহাল করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতিয়া উপজেলার সভাপতি ফজলুল হক খোকন এর সাক্ষরিত ভিন্ন দুইটি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ইকবাল একই সময়ে নোয়াখালী চরভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্ব পালন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে বিএনপির চানন্দী ইউনিয়ন পূর্ব শাখার সহ-সভাপতি মো: ফসিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এ আদেশের তিন ঘন্টা পর তাকে স্ব-পদে পুনর্বহাল করে চিঠি প্রদান করা হয়। এ ঘটনায় চানন্দী ইউনিয়ন বিএনপিতে চলছে নানান ধরনের কানাঘুষা।

হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন জানান, মাহবুব নিজেই দল থেকে অব্যাহতি চেয়েছেন, আমি নিজেও জানতাম না, শনিবার তার অব্যহতির পত্র দেখেছি তার পর আমরা তাকে দল থেকে অব্যাহতি দিয়ে দিয়েছি। তার পর আমরা কয়েকজন আলাপ আলোচনায় তাকে আবার পুনরায় পদে বহাল রাখি, যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে কমিটি বিলুপ্ত করে দিবো, সেহেতু কয়েকদিনের জন্য দল থেকে অব্যহতি দিতে চাইনি।

  • চাঁনন্দী
  • হাতিয়া