চাঁদপুরকে নিরাপদ রাখতে মাঠে থাকার ঘোষণা দিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন। শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় বাসস্ট্যান্ডে ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে নেতাকর্মীদের নিয়ে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, চাঁদপুর শহরটা ছোট। এখানে সবাই সবাইকে চেনে। কোটা সংস্কারের পক্ষে ছাত্রলীগ ছিল। সেটার সমাধান আদালতের মাধ্যমে হয়েছে। কাজেই এখন শিক্ষার্থীদের পড়ালেখার সময়। সেটি না করে ঘরে না ফিরে কেউ যদি সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে সংঘাত তৈরি হবে এবং এটি কারো জন্যই মঙ্গলজনক হবে না।
এর আগে একইস্থানে মিছিলসহ জড়ো হয় আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার আগেই তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বাসস্ট্যান্ডে চাঁদপুর জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগসহ বেশ কয়েকটি শাখার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।