কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা

📄🖋: Nayeem Mozumder
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো ঢাকা শহর।আজ 15 জুলাই  বেলা 3 টায় আন্দোলনকারীদের উপর হামলা শুরু করে সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীরা।হামলায় ছাত্ররা ছাড়াও ছাত্রীদের উপর আক্রমন করে ছাত্র লীগ।

ঘটনার সূত্রপাত ঘটে বিজয় একাত্তর হলে, ছাত্রদের হলে প্রবেশ করতে বাঁধা দেয় ছাত্রলীগ নেতা ও কর্মী। ফলে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। পরে তা আহসান উল্লাহ হলের সামনে চরম রূপ ধারণ করে। অনেক শিক্ষার্থী আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন এবং 1 জন শহিদ হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ভয়ে কুকড়িয়েঁ যাওয়া এক ছাত্রী

আন্দোলনের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। ছাত্রলীগ কর্মীরা ককটেল ও রাবার বুলেট ছোড়ে সাধারণ শিক্ষার্থীদের উপর।

মেয়েদের বাশ দিয়ে পিটিয়ে তারা শিক্ষা,শান্তি, প্রগতি সূলভ নারী অধিকার পালন করেছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গণহারে সবাই ফেসবুক প্রোফাইলে রক্তাক্ত ঢাবির ছবি দিচ্ছে। দিক্কার জানাচ্ছেন ছাত্রলীগ নামের কুলাঙ্গারদের উপর।

  • বাংলাদেশ
  • রাজনীতি