চট্টগ্রাম প্রেসক্লাবের ভাগ্য ঝুলে গেল এডহক কমিটিতে
প্রায় একমাস ধরে তালা ঝুলানো চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন প্রেসক্লাবের দরজায়। নেতৃবৃন্দ রাজনৈতিক নেতাদের দরজায় দরজায় ঘুরেও কোনোভাবেই খুলতে পারছেন না প্রেসক্লাবের দরজা। শুধু তাই নয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে দুই-দুইবার বৈঠক করেও ঝুলানো তালা খুলতে ব্যার্থ হয়েছেন তারা।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাথে এক বৈঠকে উপদেষ্টা মহোদয় ৬জনের একটি এডহক কমিটি করার প্রস্তাব দিয়েছেন। ৬জনের এই কমিটির মধ্যে দুইজন সদস্য থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের, দুইজন প্রেসক্লাবের সদস্য, উপদেষ্টা পক্ষ থেকে থাকবেন সিনিয়র সাংবাদিক এনটিভির হয়দারভাই এবং এই কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক।
উপদেষ্টা মহোদয়ের পরামর্শ অনুযায়ী এডহক কমিটি করার সাথে সাথে বর্তমান কমিটি তার কার্যক্ষমতা হারাবেন।এডহক কমিটি গণঘোষণা দিয়ে সদস্য আহবান করবেন। যাচাই-বাছাই শেষে নতুন সদস্য অন্তর্ভূক্তির পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করে সেই কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এডহক কমিটি।তার আগে শতচেষ্টা করেও খোলা যাবে না প্রেসক্লাবের দরজা। ঢোকা যাবে না প্রেসক্লাবে-এমনটাই শোনা যাচ্ছে মাঠে ময়দানে। মাঠের সাংবাদিকদের সদস্য করার যৌক্তিক দাবি মেনে নিলে হয়তো এই অবস্থার সৃষ্টি হতোনা ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের।
চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম দ্যা ঢাকা নিউজ কে বলেন আমার বিশ্বাস এখনো সময় আছে সমাধানের। সাধারণ সদস্য আহবান করে প্রেসক্লাবের কমিটির বাহিরে ৫জন সিনিয়র সাংবাদিককে সদস্যফরম যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে যাচাই-বাছাইয়ে তাঁরা যাদের যোগ্য মনে করবেন সেসব সাংবাদিককে প্রেসক্লাবে শর্তবিহীন স্থায়ী সদস্যপদ দেওয়ার উদ্যোগ নিতে হবে।