কুমিল্লা জোনের লাকসাম এরিয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)১৫ ই সেপ্টেম্বর রোজ রবিবার বন্যা ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লাকসাম শাখা, মুদাফফরগঞ্জ শাখা,মনোহরগঞ্জ শাখা ,নাঙ্গলকোট শাখা, ও বাংগড্ডা শাখা অঞ্চলের মানুষ এই ত্রান সহায়তা পায়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের জেনারেল ম্যানেজার মোঃ মুকুল মন্ডল লাকসাম এরিয়ার এরিয়া ম্যানেজার ফজলুল হক লাকসাম শাখার শাখা ব্যবস্থাপক সুনীল কুমার হালদার ও সহকারী শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম এবং সহকর্মীরা।
ত্রাণ সামগ্রী ৭ কেজি চাউল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২কেজি পেঁয়াজ,৫০০ গ্রাম রসুন,১কেজি লবণ, ১০০গ্রাম,১০০ গ্রাম হলুদ,১টা সাবান, ১টা গ্যাস লাইট, ৬ প্যাকেট এস এম সি ওর স্যালাইন, ১প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের, এমডিস ও নাপা ট্যাবলেট এবং ফিটকিরি প্রদান করা হয়।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)১৯৮১ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং প্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। মানবতার সভায় সব সময় সক্রিয় রিক।
সহকারী শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেনঃ আমরা আমাদের সামর্থ্য ও রিক এর উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে একটু সহযোগিতা করতে পারছি বলে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে। মানুষ মানুষের জন্যই। যার হারায় সে বুঝে হারানোর কতটা যন্ত্রণা, তাই সবাইকে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।