চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবের সি.সহ-সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সহ-সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আলাউদ্দিন এর সাথে “হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম” এর নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ।

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নোয়াখালী জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আলা উদ্দিন ভাইয়ের সাথে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেন “হাতিয়া ছাত্র যুব পরিষদ, চট্টগ্রাম ” এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, নবগঠিত কমিটির সভাপতি আকতার হোসেন, সি: সহ-সভাপতি প্রভাষক আলতাফ হোসেন , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জুয়েল উদ্দিন হেলাল ,সি: যুগ্ম সম্পাদক আবদুর রহিম, ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক তানভীর শরীফ, অর্থ সম্পাদক ওসমান আতিক, প্রচার সম্পাদক রাকিব আল হাসান,মানছুর উদ্দিন আশিক, ব্যাংকার আকতার হোসেন, সাংবাদিক মামুন রাফী সহ আরো অনেকে।

সৌজন্য সাক্ষাৎ কালে জনাব আলাউদ্দিন বলেন, চট্টগ্রামস্থ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশুনার খরচ বহন, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আর্থিক অস্বচ্ছল রোগীর চিকিৎসার ভার বহন, চট্টগ্রাম টু হাতিয়ার রুটে শীপের সিডিউল ও বিভিন্ন সমস্যা সমাধানে হাতিয়া ছাত্র যুব পরিষদ চট্টগ্রাম বিগত বছর গুলোতে যেভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছে সে ধারা যেন অব্যাহত থাকে।