ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে জানা গেছে ডেভিড ওয়ার্নারের ক্রিকেটীয় প্রেমের সমাপ্তি

📄🖋: নাঈম মজুমদার
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ওয়ার্নার।  ওয়ানারের ইন্সটা থেকে উঠে এসেছে এই তথ্য। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পরার পর ওয়ার্নারের অবসরের গুঞ্জন শুনতে পাওয়া গেছে নেটপাড়ায় । এবার অস্ট্রেলীয় এই ব্যাটার নিজের মুখে জানালেন অবসরের ফিরিস্তি।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ১১০টি টি-টোয়েন্টি খেলেছেন। অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা।

আমার দল ছিল অস্ট্রেলিয়া। আমার ক্যারিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের। সব ফরম্যাট মিলে একশরও বেশি ম্যাচ আমার মনে গেঁথে আছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের এই মুহূর্তে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ওয়ার্নার টেস্ট ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিং নিয়েও কথা বলেছেন, ‘যাদের জন্য এটা সম্ভব হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং কন্যারা, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, ধন্যবাদ তোমাদের সমর্থনের জন্য। কেউ জানে না আমরা কীসের ভেতর দিয়ে গিয়েছি। ক্রিকেট সমর্থকদের উদ্দেশে বলব, আশা করি আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিয়েছি, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে।

যেখানে হয়ত অন্যদের চেয়ে আমরা একটু দ্রুতই রান তুলি।

 

 

  • ক্রিকেট