দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগী কবিরসহ ৩জনকে কারণ দর্শানো নোটিশ করেছে নোয়াখালী জেলা বিএনপি।
বাকি দুই জন হচ্ছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম ও যুগ্ম সম্পাদক আকরাম উদ্দিন রনি।
শনিবার (৯ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ নোটিশ করা হয়।
নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না, তাহা আগামী ৩ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও চাঁদাবাজির অভিযোগে আলমগীর কবিরকে প্রথম কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। জবাবের চিঠিতে আলমগীর নিঃশর্ত ক্ষমা চেয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ না করার অঙ্গিকার করেছেন বলেও উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক দায়িত্বশীল সিনিয়র নেতা বলেন, হাতিয়ায় যে কয়েকজন চাঁদাবাজিতে ব্যস্ত, আলমগীর তাদের মধ্যে অন্যতম। এসব কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অপকর্মকারী সবার জন্য এটা একটা সতর্ক বার্তা। তিনি আরো বলেন আলমগীর এছাড়া আরও দুই জনের শোকজ লেটার প্রক্রিয়াধিন বলে জানা গেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, তার বিরুদ্ধে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের, বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে আমরা ৩ দিন সময় দিয়েছি এই ৩ দিনের মধ্যে সঠিক মতামত লিখিত ভাবে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। এর আগেও ১৬ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল, আলমগীর দলের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন দ্বিতীয় বার এমন কাজ করবেন না। তিনি আবারও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রভাব বিস্তার করে যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।