গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

📄🖋: তানজিদ শুভ্র
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ভাওয়াল সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “অন্তর্ভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি।”

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, গাজীপুর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপপরিচালক ফৌজিয়া আসমত।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর; গাজীপুর জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।