অতর্কিতভাবে যুবদল নেতার হামলা, জখম ওয়ার্ড বিএনপি কর্মী

📄🖋: মামুন রাফী
প্রকাশ: ২ সপ্তাহ আগে
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহেরুল

মাঠের ফ্যাসিস্টকে বিদায় না করে,কর্মী শূন্য নেতারা ঐ ফ্যাসিস্টদের নিজের অনৈতিক কার্যদর্শনে ব্যবহার করে যাচ্ছে নব্য ফ্যাসিস্ট। পূর্বের ধারাবাহিকতার কারণে জাতীয়তাবাদী বিএনপির কর্মীরা পূরবের মতো ভয়ানক আক্রমণের মুখে। ঐ ধারাবাহিকতার ভয়ানক সন্ত্রাসী কার্যকলাপের হুবহু নেতৃত্ব দিচ্ছে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহেরুল ইসলাম।

হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাহেরুল, বিএনপি ব্যানারে ছাত্রলীগ নেতা

গত ১ সেপ্টেম্বর তমরদ্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বিএনপি কর্মী আক্তার হোসেন চুট্টু (৪০) উপর ভয়ানক হামলা করে,অতিরিক্ত জখমের হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে নিতে হয়!

হামলায় আহত যুবদল নেতা রবিন

এ ঘটনার বিচারকার্য না হওয়ায়,পূর্বে এক ঘটনাকে কেন্দ্র করে মিমাংসা করে দেওয়ার নাট্য করে এক ক্লাবে ঢুকিয়ে পুনরায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসী দিয়ে তমরদ্দি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের নেতা গিয়াস উদ্দিন, এমারত হোসেন, সাইফুল, নূর উদ্দিন এদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে! শোচনীয়ভাবে আহত হওয়ার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
এমন কার্যক্রমের জন্য পূর্বে মাহেরুল ইসলামকে তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছে। তারপরও অনিয়মের কার্যক্রমের ইতি হয়নি, কারণ তার ভাই ও পারিবারিক লোক মোহাম্মদ আলীর পারিবারিক এজেন্ডা বাস্তবায়ন করার সুফল হিসাবে হাতিয়ায় টিসিবি ডিলার পেয়েছে।

এই বিষয়ে ভুক্তভোগী আক্তার হোসেন চুট্টু বলেন, আমিও একজন বিএনপি রাজনৈতিক দলের কর্মী, যারা আমার উপর হামলা করছে তারাও বিএনপি যুবদলের নেতা।
১ সেপ্টেম্বর আমার নিজ এলাকায় কোন কথা বার্তা ছাড়া,এবং কোন কারণ ছাড়াই আমার উপর হামলা করে যুবদল নেতা মাহেরুল। এবং এটাকে মিমাংসা করে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে আবারও হামলা করে। আমি এটার সুষ্ঠ সমাধান ও বিচার চাই।

এই বিষয়ে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদ বলেন, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় এবং উপজেলা কমিটির সদস্য পদ থেকে অপসারণ করার জন্য জেলার সাথে যোগাযোগ করা হবে

উপরোক্ত বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, যদি আপনাদের নিকট যথেষ্ট প্রমাণ থাকে তাহলে আপনাদের গণমাধ্যম কাজ চলমান রাখবেন, যেখানে দেশ নায়ক তারেক রহমান গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনসাধারণের নিকট চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো, দলীয় বিশৃঙ্খলাসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন জানান, আমরা প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ চলমান, কোন দুষ্কৃতিকারীর জায়গা বিএনপি দলে থাকবে না। উপরোক্ত ব্যাক্তির বিষয়ে আমাদের কার্যক্রম চলমান।

  • আহত
  • বিএনপি