বাংলা ক্রিকেট এর সুপারস্টার মোহাম্ম আশরাফুল এর 40 তম জন্মদিন আজ। তিনিঁ 7 জুলাই 1984 এ ব্রহ্মনবাড়িয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি বোলার। 2001 সালে টেস্ট এবং ওডিআই অভিষেক ঘটলেও 2007 সালে টি-20 তে অভিষেক ঘটে।
অভিষেকেই টেস্টে 100 রানের ইনিংস খেলে সর্ব কনিষ্ঠ ক্রিকেটারের খেতাব অর্জন করেন।
এক সময় বাংলাদেশের খেলা মানে দর্শক বুঝতো মোহাম্মদ আশরাফুল। দেশের স্কোর যাই হোক, সবার আগ্রহ থাকতো আশরাফুলের স্কোর নিয়ে। দেশ হেরেছে কিন্তু আশরাফুল রান করলেই যেন বেজায় খুশি ক্রিকেটপ্রেমীরা। আশরাফুল যেন ক্রিকেটীয় প্রেমের তাজমহল।
আর হবেই বা না কেন, সে সময় বিশ্বের সব বাঘা বাঘা বোলারদের উপর বাচ্চা ছেলেটি যেভাবে শাসন করতো, তা ম্যাচের পর ম্যাচ না জেতা আমাদের জন্য তো স্বপ্নই ছিল।
বাংলাদেশের অধিকাংশ প্রথম জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল। অভিষেকেই বিশ্ব রেকর্ড, একদিনের ম্যাচে প্রথম ম্যাচ সেরার পুরষ্কার, ভারতের বিপক্ষে ২০০৪ সালে আশরাফুল ঝলক, অস্ট্রেলিয়া বধের নায়ক, দক্ষিন আফ্রিকার সাথে ৮৭ রানের অনবদ্য সেই ইনিংস, ২০০৭ এ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ২৭ বলে ৬১ রানের সেই সুখ স্মৃতি, শ্রীলঙ্কার মাটিতে ৪১৭ বলে ১৯০ রান করা নতুন সেই আশরাফুল। কি ছিল না ক্যারিয়ারে!
আশরাফুল ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার, বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম। শুভ জন্মদিন Mohammed Ashraful। কৈশোরে যে প্রেম জন্ম নিয়েছে সে প্রেম থাকবে আজন্ম।