নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা অমান্য করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দলের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের যথাযথ কারণ দর্শাতে বলা হয়।
দলের পক্ষ থেকে ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।