হাতিয়ায় সস্তা চাল উচ্চমূল্যে প্যাকেজিং করে বিক্রি লক্ষ টাকা জরিমানা

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
হাতিয়ায় সস্তা চাল উচ্চমূল্যে প্যাকেজিং করে বিক্রি লক্ষ টাকা জরিমানা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারের নৌবাহিনীর যৌথ অভিযানে নষ্ট এবং কম দামি চাল মিক্সার করে বিক্রি করার উদ্দেশ্যে প্যাকেজিং করা অবস্থায় আহমদ উল্লাহ খোকন নামে ব্যবসায়ীকে ৩৬২ বস্তা চাল সহ হাতে নাতে আটক করেছে নৌবাহিনী। বাজারে ব্যবসায়ীরা জানান আটক করা আহমদ উল্লাহ খোকন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

হাতিয়া তমরদ্দি বাজারের ব্যাবসায়ী আহমদ উল্লাহ খোকন

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী সাপ-লেফটেন্যান্ট শফিক এর বিশেষ অভিযানে আটক হয় আহমদ উল্লাহ খোকন নামে ব্যবসায়ী।

নৌবাহিনী সাপ-লেফটেন্যান্ট শফিক জানান বাজারে বাকি ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাক্ষী দিয়েছেন বিগত কয়েক বছর উনি এভাবে নষ্ট এবং কম দামি চাল মিক্সার করে উচ্চ মূলক প্যাকেজিং করে বিক্রি করেন। এবং জব্দ করা চালের কোন চালান দেখাতে পারেনি তিনি।

জব্দ করা চাল এবং উনাকে নিয়ে যাওয়া অবস্থায় পরবর্তীতে ছাত্রদের প্রতিনিধিত্বে ঘটনাস্থলে উপস্থিত হন হাতিয়া নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মিল্টন চাকমা এবং উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হাসান।

ভবিষ্যতে এই অপরাধ আর কখনো করবেন না মুচলেকা দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ এবং ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন আহমদ উল্লাহ খোকন নামে ব্যবসায়ী।

  • হাতিয়া