হাতিয়ায় নৌ-বাহিনীর যানজট ও বাজার মনিটরিং মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
হাতিয়ায় নৌ-বাহিনীর যানজট ও বাজার মনিটরিং মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় অবস্থানরত নৌকন্টিনজেন্টের একটি দল উপজেলায় দোকান পাট মনিটরিং ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা সদর ওছখালি সদরের প্রধান সড়কের জানযট মুক্ত করতে এবং হোটেল মুদি দোকানগুলোতে বাজারদর মনিটরিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারি ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা।

দীর্ঘদিন থেকে ওছখালি প্রধান সড়কের ফুটপাথে অবৈধ দখলকারী ভ্রাম্যমান দোকান এবং রাস্তার উপর সিএনসি স্ট্যান্ড করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে। ফলে পথচারীসহ অন্যান্য যানবাহনের চলাচলে ভোগান্তি দূর করার লক্ষ্যে হাতিয়া নৌ-কন্টিনজেন্ট সহ উপজেল প্রশাসন ফুটপাথের দোকান উঠিয়ে দিয়ে রাস্তা যানজট মুক্ত করে দেয়।

নৌকন্টিনজেন্টের সহায়তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা ও স্যানেটারী ইন্সপেকটর আজিজ বাবুল সহ উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় বাগেরহাট চাইনিজ ও মিষ্টান্ন ভান্ডারকে বাসী খাবার রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • হাতিয়া