দুস্থ ও অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
দুস্থ ও অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পূর্ব চরকৈলাশ আলী আজ্জম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতিয়া উপজেলা সম্মানিত শিক্ষা অফিসার আবদুল জব্বারের উপস্থিতিতে স্কুলের দুস্থ ও অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ হয়েছে।

শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন, পূর্ব চরকৈলাশ আলী আজ্জম সরকারি বিদ্যালয়ের ভবন খুবই জরাজীর্ণ অবস্থা, আমি অতি তাড়াতাড়ি এই স্কুলের ভবন নিয়ে কাজ করবো, আজকে দুস্থ ও অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করতে পেরে খুবই আনন্দ লাগছে, এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আকবর হোসাইন। বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক বৃন্দ ও অভিভাবকবৃন্দ। উপস্থিত দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন।

দুস্থ ও অসহায় শিশুদের মাঝে স্কুল ড্রেস প্রদানে আর্থিক সহায়তা করেছেন জনাব রৌশন আরা বেগম। হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী। এবং সার্বিক সহায়তায় অ্যাডভোকেট নাসির উদ্দিন রাজু। জর্জ কোর্ট নোয়াখালী।

  • হাতিয়া