• দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র লড়াই
• স্থানীয় বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে লিতানি নদীর দক্ষিণ এলাকায় না যাওয়ার জন্য সতর্কবার্তা
গেল দুই সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এবং যুদ্ধ নাটকীয়ভাবে বেড়ে গেছে। এরই প্রেক্ষিতে, লেবাননে পূর্ণদমে হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছে।
সোমবার রাত থেকে দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমিত স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায় যে, ইতিমধ্যে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে লেবাননে স্থল অভিযানে সেনাবাহিনীর অভিজাত ৯৮তম ডিভিশনকে পাঠানো হয়েছে, যাদের গত দুই সপ্তাহ আগে ইসরায়েলের উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছিল। এই দলটি গাজায় কয়েক মাস ধরে হামাসের বিরুদ্ধে লড়াই করছিল। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে তারা ইসরায়েলের স্থল আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত। গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম বলেছেন, এই স্থল অভিযান প্রতিরোধ করা হবে।
এদিকে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।
এছাড়া ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াইয়ের কথা জানিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই চলছে, স্থানীয় বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে লিতানি নদীর দক্ষিণ এলাকায় না যেতে এবং যানবাহনে চলাচল না করার জন্য সতর্কতা জারি করা হয়েছে।’
অভিযানের শুরুতে তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো এবং প্যারাট্রুপাররা লেবাননে নির্দিষ্ট এলাকায় স্থল আক্রমণে অংশ নিয়েছে।
এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলের স্থল অভিযানের ঘোষণা এবং সৈন্যরা অভিযানের উদ্দেশ্যে লেবাননে প্রবেশের আগেই সোমবার রাতে সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনাবাহিনী। এর ফলে এখন সীমান্ত পাহারায় শুধুমাত্র হিজবুল্লাহর যোদ্ধারা উপস্থিত রয়েছে।
লেবানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দেশটির সেনাবাহিনী বা হিজবুল্লাহ কেউই এ বিষয়ে মন্তব্য করেনি।