দেখতে কেমন ছিলেন প্রিয় নবী?

📄🖋: রুবিনা আক্তার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
দেখতে কেমন ছিলেন প্রিয় নবী?

প্রিয় নবী (সা.)-এর বিখ্যাত এক সাহাবি জাবের ইবনে সামুরা (রা.) বলেন, ‘আমি একবার পূর্ণিমা রাতে চাঁদের স্নিগ্ধ আলোতে প্রিয় নবীজি (সা.)-কে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার আকাশের জোছনা ছড়ানো চাঁদের দিকে এবং একবার প্রিয় নবীর মোবারক চেহারার দিকে তাকাতে থাকলাম। আমার কাছে মনে হলো—তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। (তিরমিজি, হাদিস : ২৮১১)

নবীজি (সা.)-এর মুখ ও চোখ মোবারক:

জাবির ইবনি সামুরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মুখ প্রশস্ত ছিল। চোখের শুভ্রতার মধ্যে কিছুটা লালিমা ছিল। পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। (সহিহ মুসলিম, হাদিস : ৬২১৬)

নবীজি (সা.)-এর গায়ের রং:

প্রিয় নবীজি (সা.)-এর গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, যা লাল-সাদা মিশ্রণের মতো। এটি গোলাপি ধরনের ছিল, অনেকটা দুধে আলতা মেশানোর রঙের মতো। এটি ধবধবে সাদাও নয় এবং তামাটে বর্ণেরও নয়। আনাস ইবনে মালেক (রা.) বলেন, তাঁর শরীরের রং গোলাপি ধরনের ছিল, যা ধবধবে সাদাও নয় এবং তামাটে বর্ণেরও নয়। (সহিহ বুখারি, হাদিস : ৩৫৪৭)

নবীজি (সা.)-এর মাথা ও চুল:

তাঁর মাথা ছিল সুষম ও বড়। চুল ছিল ঘন এবং কালো। পুরোপুরি সোজা ছিল না, আবার একেবারে কোঁকড়ানোও ছিল না; বরং ঈষৎ ঢেউ খেলানো ছিল। আনাস ইবনে মালেক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর চুল পুরোপুরি সোজা ছিল না এবং একেবারে কোঁকড়ানোও ছিল না। (সহিহ মুসলিম, হাদিস : ৬২৩৫)

বারা ইবনে আজিব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তাঁর দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তাঁর তুলনায় বেশি সুদর্শন অন্য কাউকে কখনো দেখিনি। (সহিহ মুসলিম, হাদিস : ২১০; নাসাঈ, হাদিস : ৫২৩২)

নবীজি (সা.)-এর উচ্চতা:

তিনি খুব বেশি লম্বা ছিলেন না, আবার একেবারে ছোটও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি গড়নের। আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বেশি লম্বা ছিলেন না, আবার একেবারে ছোটও ছিলেন না। (সহিহ বুখারি, হাদিস : ৫৯০০)

বারা ইবনে আজিব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন মধ্যমাকৃতির। তাঁর দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলকভাবে প্রশস্ত। (সহিহ বুখারি, হাদিস : ৩৫৫১)

তিনি মাঝারি গড়নের হলেও যখন সবার সঙ্গে হাঁটতেন, তখন তাঁকে সবার মধ্যে সবচেয়ে বেশি লম্বা মনে হতো। এটি ছিল মূলত তাঁর মুজিজা। (ফাতহুল বারি : ৬/৫৭১)

  • ইসলামী জীবন
  • প্রিয় নবী