নারী কিসে আটকায়? পুরুষই বা আটকে যায় কোথায়?

📄🖋: মামুন রাফী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
মামুন রাফী, লেখক সাংবাদিক ও কলামিস্ট

নারী হোক বা পুরুষ সে আসলে কিসে আটকাবে সেটা শুধু সেই নারী কিংবা পুরুষের ওপর নির্ভর করে। প্রতিটা মানুষের পছন্দ আলাদা,চিন্তা ধারা আলাদা তাই তাদের আটকানোর জায়গাও আলাদা হবে এটাই স্বাভাবিক নয় কি?

কেউবা আটকায় রূপে, কেউবা আটকায় টাকায়-ক্ষমতায়, কেউবা আটকে পড়ে ব্যক্তিত্ব্যে,কেউবা আটকায় মায়া কিংবা ভালোবাসায়। কিন্তু কথা হলো সবাই তো সবার পছন্দ অনুযায়ীই তার সঙ্গী বেছে নেয় তবুও কেনো এত বি’চ্ছেদ? এইযে প্রতিনিয়ত সেলিব্রেটিদের বি’চ্ছেদ হচ্ছে এর কারণই বা কি? অথচ তাদের টাকা, রূপ কোন কিছুরই অ’ভাব নেই তবুও কেনো তাদের সঙ্গীরা তাদের ছেড়ে যায়?

ওইযে যারা রূপ, টাকা, প্রতিপত্তি, ক্ষমতা দেখে আটকে গিয়েছিল তারাও একটা সময় পর বুঝতে পারে আসলে এসব রূপ,টাকা,প্রতিপত্তি কিছুই না। সবশেষে ভালো থাকতে গেলে ভালোবাসা, যত্ন, সম্মান, সময় এগুলোই প্রয়োজন। দিনশেষে মানসিক শান্তি দিবে এমন একজনকে পেয়ে গেলেই মানুষ কারণ ছাড়াই আটকাবে।

একটা সময় পর মানুষ যখন দেখে সে এগুলো পাচ্ছেনা ঠিক তখনই মানুষ তার পুরনো ঘর, সংসার, মায়া ত্যাগ করে দেয়। প্রথমেই যদি মানুষ রূপ, টাকা, ক্ষমতা এসব না খুঁজে একটা মানুষ খুঁজত যে তাকে ভালোবাসবে, সময় দিবে, যত্ন নিবে, সম্মান দিবে। তাহলে হয়ত শহরের অলিতে গলিতে এত বিচ্ছেদের গল্প লেখা হতোনা।

লেখক,সাংবাদিক ও কলামিস্ট

  • নারী