ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো

📄🖋: রুবিনা আক্তার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটি (রপ্তানির অনুমোদন) দিয়েছে। তারা একটি অনুরোধের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা কাজটি করেছেন। আমি তাদের উপর চাপ দিতে পারি না।

শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

  • বাংলাদেশ
  • মৎস্য উপদেষ্টা
  • সব খবর