সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালানোর সময় আটক

📄🖋: রুবিনা আক্তার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালানোর সময় আটক

ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। জকিগঞ্জ সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

এছাড়া, সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার কারণে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক বিচারপতি মানিক জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন’। মানিকের এই বক্তব্যে জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার এবং কালিমা লেপনের উদ্দেশ্য রয়েছে, যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এমন মন্তব্যের কারণে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। মামলার বাদী রবিউল হাসান পলাশ গণমাধ্যমকে জানান, সাবেক বিচারপতি মানিকের বক্তব্যে জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার করা হয়েছে।

  • আটক
  • বাংলাদেশ
  • সব খবর
  • সাবেক বিচারপতি শামসুদ্দিন