হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে ভর্তি করা হয়েছে

📄🖋: রুবিনা আক্তার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে ভর্তি করা হয়েছে

সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হাসনাত আব্দুল্লাহ আহত হন। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে সেখান থেকে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

  • সমন্বয়ক হাসনাত
  • সম্মিলিত সামরিক হাসপাতাল