চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটো রিকশা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, নগর পুলিশের ট্রাফিক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন হিসেবে আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য জনসাধারণকে অনুরোধও করেন তিনি।