হাতিয়ায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
হাতিয়ায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

নোয়াখালী হাতিয়ায় নদী ভাঙ্গন রোধ, নিরাপদে নৌ-পারাপার, স্বাস্থ্যসেবার উন্নতি ও শিক্ষা ব্যবস্হায় দূর্নীতি রোধ করার দাবীতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা উপজেলা সদর হাতিয়া সুপার মার্কেটের সামনে এসে সমবেত হয়। পরে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে পায়ে হেটে সবাই পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করে। এতে হাতিয়ার বিশটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী,হাতিয়া মানব কল্যাণ ফোরামের প্রতিনিধি যোবায়ের ,হাতিয়া ছাত্র-যুব পরিষদ চট্রগ্রামের শাকিল আল মামুন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের আয়াত হোসেন জুয়েল, দ্বীপাঞ্চল হাতিয়ার অলি আহাম্মেদ জনি, উদয়ন এর ইসমাইল হোসেন তাফসীর, মানবিক হাতিয়ার মো: জুয়েল, আলোক বর্তিকার মো: জোনায়েদ, হাতিয়া একতা ফাউন্ডেশনের মো: আবদুর রব। আলোর প্রদীপ হাতিয়া নাহিদুল ইসলাম ফয়সাল ও বাংলাদেশ কুটির এর মো: আজাদ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন হাতিয়ার প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। এই দ্বীপের ভাঙ্গন অব্যাহত আছে। বীতগ সরকার গুলো নদী ভাঙ্গন রোধে চোখে পড়ার মত কোন প্রকল্প বাস্তবায়ন করে নি। এতে দ্বীপের সাধারন মানুষ অনেকটা হতাশ।হাতিয়ার নিরাপদ নৌ-পারাপার, স্বাস্থ্য সেবার উন্নতি ও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রোধ করার দাবী জানান।বর্তমান সরকার মানুষের কল্যাণেকাজ করবে বলে ঘোষনা দিয়েছেন। আমরাও চাই আমাদের হাতিয়ায় নদী ভাঙ্গন রোধ হোক।

 

উল্লেখ্য গত ৭০ বছরে হাতিয়ায় নদী ভাঙ্গনে দুটি ইউনিয়ন সম্পূর্ন নদী গর্বে বিলীন হয়ে গেছে। বর্তমানে হাতিয়ার উত্তর পাশের সূখচর ও নলচিরা ইউনিয়নের বেশকটি ওয়ার্ড নদীতে বিলীন।

  • নদী ভাঙ্গন
  • মানববন্ধন
  • হাতিয়া