নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামী'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি মাওলানা কেফায়েত উল্যাহ।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য মাওলানা আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ আহমেদ, সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম, উপজেলা নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, উপজেলা সেক্রটারী মাওলানা নুরুল আবছার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হুদা মিলন, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী দাউদ ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৮নং বিজবাগ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সকল স্তরের কর্মীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

  • জামাত
  • নোয়াখালী
  • সম্মেলন