জনগন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে- মাহবুবের রহমান শামীম

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
জনগন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে- মাহবুবের রহমান শামীম

গত ৩টি সংসদ নির্বাচন ছিল প্রহসনের। মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এখন অন্তবর্তীকালীন সরকার দেশ গঠনে কাজ করছে। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী হাতিয়ায় হরনী ইউনিয়নে জনকল্যান ট্রাস্ট হাই স্কুল হলরুমে এক সাংগঠনিক সভায় এ কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, জেলা বিএনপি নেতা আমিরুল মোমেনিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদ, সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাকের উদ্দিন পারভেজ, মো. ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, পৌরস্বে”ছাসেবকদলের আহ্বায়ক আকরাম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী, সদস্য সচিব রিয়াজ মাহমুদ, আবদুল হালিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাতিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে আমাদের এই সাংগঠনিক বৈঠক। এখানে আজ প্রত্যেকে প্রত্যেকের মনের ভাব প্রকাশ করবেন। এখান থেকে মান অভিমান ভুলে গিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবেনা।

সাংগঠনিক সভায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকাল এগারো টায় শুরু হয়ে এ সভা চলে দুপুর ২ টা পর্যন্ত। সভায় উপস্থিত নেতা কর্মীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে গিয়ে দীর্ঘদিন হাতিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব শূণ্যতার কথা ক্ষোভের সাথে প্রকাশ করেন।

  • হাতিয়া