নোয়াখালীতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের যোগদান

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
নোয়াখালীতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের যোগদান

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল্লাহ আল ফারুক। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যান। এরপর কুশল বিনিময় শেষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে জেলার দায়িত্বভার তুলে দেন।

এ সময় নবাগত পুলিশ সুপার দায়িত্ব পালনে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএসের (পুলিশ ক্যাডারে) মাধ্যমে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি বর্ণাঢ্য চাকরি জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত এক আদেশে মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই সঙ্গে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়।

  • নোয়াখালী
  • পুলিশ
  • সুপার