আরও বড় আকারের যাত্রীবাহী বিমান বানিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে রাশিয়া

📄🖋: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

উড়োজাহাজের ক্ষেত্রে রাশিয়া মূলত পশ্চিমা দেশগুলোয় তৈরি বিমানের ওপর নির্ভরশীল। তবে নতুন এই বিমান বানিয়ে তারা সেই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।রাশিয়ার শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বড় আকারের একটি যাত্রীবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে শেষ করেছে।

ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন বলেছে, দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম যে ইল–৯৬–৪০০ এম উড়োজাহাজ, তার একটি প্রতিরূপ তৈরি করা হয়েছে, যেটি প্রথমবারের মতো আকাশে উড়েছে। বিমানটি ২৯ মিনিট আকাশে ছিল।

 

 

এসময় এটি ২.৫ হাজার মিটার বা ৬ হাজার ৫৯২ ফুট ওপরে ওঠে। আর এর গতি ছিল প্রতি ঘণ্টায় ৩৯০ কিলোমিটার। গত সপ্তাহে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ কথা জানিয়েছে।

  • বিশ্ববাণিজ্য