মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক লাঞ্ছিত

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক লাঞ্ছিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ভিতরে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যেগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে। সমাবেশ শেষে র‌্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী কামাল উদ্দিনকে ধাক্কা দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। র‌্যালি শেষে এই ঘটনার জের ধরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে বিএনপি নেতা কামাল উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদারের সাথে বাগতিন্ডায় জড়ায়। একপর্যায়ে সেখানে বিএনপি নেতা কামাল ও সিকদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কামালের কয়েকজন অনুসারী উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদারের পরনে থাকা শার্ট ছিঁড়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার এখানে নানা মুখি অপকর্ম চালিয়ে যাচ্ছে। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আমাকে ও প্রবাসী বিএনপি নেতাদের নিয়ে সাংঘর্ষিক বক্তব্য দেয়। এরপর র‌্যালিতে তিনি আমাকে ধাক্কা দেয়। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদের ভিতরে সিকদার আমার দিকে তেড়ে আসে। ওই আমার অনুসারীদের সাথে তার কি হয়েছে আমি জানিনা।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার লাঞ্ছিত হওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, কিছু নেতা গত ৫ বছর বিদেশে ছিলেন, ঘরে ছিলেন। ৫ আগস্টের আগে ঘরে ছিলেন। এখন তারা সামনে দিয়ে হাঁটতে চায়। এটা হয়তো অনেক কর্মি টলারেট করেনা।  এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে।  এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তবে তার সাথে ধাক্কাধাক্কি বা অপ্রতীকর কিছু ঘটেনি।

  • নোয়াখালী