কোটা আন্দোলন এখন সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

📄🖋: Nayeem Mozumder
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

গত পহেলা জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী কোটা আন্দোলন কর্মসূচি। প্রথমে ক্লাস বর্জন এরপর অবস্থান কর্মসূচি তারপর শাহবাগ সড়ক অবরোধ, এখন শুরু বাংলা ব্লকেড কর্মসূচি।

আন্দোলনের প্রথম 2 দিন সকাল সন্ধ্যা সড়ক অবরোধ থাকলেও শেষ 10 দিন রাজধানীর সতেরোটি পয়েন্ট এ অবরোধ করে শিক্ষার্থীরা যার শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এর সামনে থেকে।

শাহবাগ  এলে  শিক্ষার্থীদের পথে পথে বেরিকেট দেয় পুলিশ। ছাত্ররা তা উপেক্ষা করে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এর সকল যান চলাচল বন্ধ করে দেয়।

এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদালতের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে। হতে হবে কমিশন, সেক্ষেত্রে যৌক্তিক কোটার সংস্কার করতে হবে এবং তা 5% এর বেশি হতে পারবে না।

 

11 জুলাই বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ে কোটা আন্দোলনের সময়ে দাওয়া পাল্টা দাওয়াতে পুলিশের মাধ্যমে দশ জন শিক্ষার্থী আহত হন। আবার শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বারো জন আহত হন।

শনিবার সকল বিশ্ববিদ্যালয়ে ও জেলা পর্যায়ে আন্দোলন চলবে। যান চলাচল বন্ধ ও রেল পথ বন্ধ করার নির্দেশ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ।

  • কোটা
  • বাংলাদেশ