উরুগুয়েকে সেমিফাইনালে 01–0 গোলে হারিয়ে ফাইনালে কলম্বিয়া।
2022 সাল থেকে টানা 28 ম্যাচে অপরাজিত এই শক্তিশালী দলটি। 15 জুলাই ফাইনালে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কলম্বিয়া কিভাবে আর্জেন্টিনাকে হারাবে নাকি নিজেদের সমীকরণ এর সমাপ্তি ঘটতে যাচ্ছে, এই ডট মিলাতে ব্যাস্ত ফুটবল প্রেমিরা।
23 বছরের আক্ষেপ মেটাতে পারবে কিনা কলম্বিয়া।যেখানে মেসি ও ডি মরিয়া হতে পারে তাদের সবচেয়ে বড় বাধা।