হাতিয়ার সম্মিলিত ৩০টি সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদান

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
স্মারকলিপি তুলে দিচ্ছেন মোঃ আকতার হোসেন, মোহাম্মদ আলী ও ওসমান গনি আতিক

হাতিয়ার সম্মিলিত ৩০(ত্রিশ)টি সংগঠনের পক্ষথেকে দ্বীপ উপজেলা হাতিয়ার নদীভাঙ্গন রোধ, স্বাস্থ্যসেবার উন্নতি, নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত, চট্টগ্রাম- হাতিয়া নৌ-রুটে প্রতিদিন জাহাজ চালুর দাবি, বারো আউলিয়া জাহাজ পুনরায় চালুসহ মৌলিক অধিকার আদায়ের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

হাতিয়া

আজ ০৯/০৯/’২৪ ইং দুপুর ১২ টায় চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাতিয়ার সম্মিলিত ৩০(ত্রিশ)টি সংগঠনের পক্ষে স্মারকলিপি জমা দেন হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম এর সদস্য বৃন্দ।

এতে উপস্থিতি ছিলেন- “হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম” এর সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সি. যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক ওসমান গনি আতিক সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন মোঃ আরেফিন, আকবর হোসেন, গোলাম ছামদানি , বাবলু, ইমতিয়াজ, মোঃ জিল্লু প্রমূখ।

বিভাগীয় কমিশনার মহোদয়কে স্মারকলিপি দেয়ার সময় তিনি হাতিয়ার বিভিন্ন সমস্যার কথা মৌখিকভাবে জিজ্ঞেস করেন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যম সমস্যা গুলো সমাধানের উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেছেন।

  • সেচ্ছাসেবী
  • হাতিয়া