হাতিয়ায় বিএনপির তিন নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি

📄🖋: মামুন রাফী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
হাতিয়ায় বিএনপির তিন নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে হাতিয়া উপজেলা বিএনপির তিন নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম, এবং আরেক যুগ্ম সম্পাদক আকরাম উদ্দিন রনি।

বুধবার (১৩ নভেম্বর) নোয়াখালী জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টপি এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির বিষয়টি জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, “দলের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিতে হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে। দলীয় স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

  • হাতিয়া