কবি আল মাহমুদের জন্মদিন আজ

📄🖋: তানজিদ শুভ্র
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : সংগৃহীত

কবি আল মাহমুদের জন্মদিন আজ। ১৯৩৬ সালের এদিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। সোনালী কাবিনখ্যাত বরেণ্য কবি আল মাহমুদের পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

বর্ণাঢ্য জীবনের অধিকারী আল মাহমুদ বাংলা ভাষা ও সাহিত্যের এক ও অবিভাজ্য সত্ত্বা। তুমুল আলোচিত কবি আল মাহমুদ তিন দশক ধরে আধুনিক বাংলা কবিতার শহরমুখী প্রবণতার মধ্যেই ভাটি বাংলার জনজীবনগ্রামীণ আবহনদীনির্ভর জনপদচরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেমবিরহকে পরম আন্তরিকতার সঙ্গে তুলে এনেছেন তার কবিতায়। বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন নতুন আঙ্গিকেচেতনায় ও বাকভঙ্গির সমন্বয়ে। বাংলা কবিতায় লোকজ ও গ্রামীণ শব্দের বুননশিল্পী কবি আল মাহমুদ নির্মাণ করেছেন এক মহিমান্বিত ঐশ্বর্যের মিনার।

১৮ বছর বয়স থেকে প্রকাশিত হতে থাকে তার কবিতা। সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে ১৯৫৪ সালে কবি ঢাকায় আসেন। সমকালীন বাংলা সাপ্তাহিক পত্রপত্রিকার মধ্যে কবি আবদুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত সাপ্তাহিক কাফেলায় লেখালেখি শুরু করেন। আর কর্মজীবনের শুরু হয় দৈনিক মিল্লাতে যোগ দেয়ার মাধ্যমে। ১৯৫৫ সালে কবি আবদুর রশীদ ওয়াসেকপুরী কাফেলার চাকরি ছেড়ে দিলে সেখানে সম্পাদক হিসেবে যোগ দেন তিনি।

কবি আল মাহমুদ একুশে পদকবাংলা একাডেমি পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। অন্যান্য পুরস্কার ও সম্মাননা হলো– জয় বাংলা পুরস্কারহুমায়ুন কবীর স্মৃতি পুরস্কারজীবনানন্দ স্মৃতি পুরস্কারকাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কারকবি জসীম উদ্দিন পুরস্কারফিলিপস সাহিত্য পুরস্কারনাসির উদ্দিন স্বর্ণপদকভানুসিংহ সম্মাননা পদকলালন পুরস্কার।

তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।