মোহরা সিটি সেন্টার এম এফ মোবাইল গ্যালারী থেকে ১৫ লক্ষ টাকার ফোন চুরি, তৎপর নেই কোন প্রশাসন ও মার্কেট কতৃপক্ষ

📄🖋: মামুন রাফী
প্রকাশ: ৩ মাস আগে
মোহরা সিটি সেন্টার এম এফ মোবাইল গ্যালারী থেকে ১৫ লক্ষ টাকার ফোন চুরি, তৎপর নেই কোন প্রশাসন ও মার্কেট কতৃপক্ষ

চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানা সংলগ্ন গত ৩ আগস্ট ২০২৪ কামাল বাজার মোহরা সিটি সেন্টার চাঁদগাও চট্টগ্রাম, এম এফ মোবাইল গ্যালারি, সপ নং-২৯, সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে চুরি হয়। একদল চোর চক্র দোকানের থালা ভেঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার এন্ড্রয়েড ফোন চুরি করে চলে যাই, এই নিয়ে চাঁদগাও থানায় মামলাও করা হয় কিন্তু একমাস হয়ে যাচ্ছে এখনো কোনো ফলাফল পায়নি ভুক্তভোগী সালাউদ্দীন খান মিঠু।

তিনি আরো বলেন আমার মার্কেট কর্তৃপক্ষ এর জন্য দায়ী কারণ সিসি ক্যামেরা বন্ধ রাখছে, দারোয়ান সকাল আটটা বাজে গেট খুলে দিয়ে চলে যাই মার্কেটের উপরে অবৈধভাবে ব্যাচেলর বাসা ভাড়া দিছে জমিদার কর্তৃপক্ষ।

মিঠু বলেন একটি মার্কেটে এসব অনিয়মের কারণে আজকে আমি নিঃস্ব, সাত বছর ধরে অনেকগুলো টাকা লোন আছে লোন নিয়ে ব্যবসাটা গড়ে তুলেছি। আজকে আমি নিঃস্ব মার্কেট কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন কোন দিক থেকে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছিনা।

অজ্ঞাত মোবাইল চোর

অজ্ঞাত মোবাইল চোর, প্রোডাক্ট সহ ধরিয়ে দিন,থাকছে পুরস্কার

এবং এই দোকান চুরির জন্য দায়ী এই সিটি সেন্টারের ম্যানেজমেন্টের কারণে চুরি হয়েছে, এবং ওনারা ও জড়িত আছে। কারন এখানে দারোয়ান সকাল ৮ টায় মার্কেটের তালা খুলে চলে যায়, যেখানে মার্কেট এর তালা খুলবে সকাল ১০ টার পর, সেখানে মার্কেট সকাল ৮ টার মধ্যে খুলে চলে যায় দারোয়ান, দারোয়ান কেন ৮ টায় চলে গেলো সেই বিষয়ে কিছুই জানেন না মালিক পক্ষ।

এই বিষয়ে কথা বলেছিলাম সিটি সেন্টার শপিং মল এর মালিক জনাব মোবারক হোসেন বলেন – আসলে বিষয়টি খুবই দুঃখ জনক, এমন প্লেস থেকে বিশাল একটা দোকান চুরি হবে এটা আসলেই কাল্পনিক, আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে বসার এবং আমার একটা সিদ্ধান্ত নিবো, এবং এটা নিয়ে একটা অজ্ঞাত নামা করে মামলা ও হয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকার ফোন চুরি হয়। আমরা চেষ্টা করছি তাকে সহযোগিতা করার।

মার্কেটের দারোয়ান আইয়ুব আলী বলেনঃ সারারাত ডিউটি করার কারনে শরীর ক্লান্ত হয়ে পরে এবং শরীর খারাপ লাগছে তাই সকাল ৮ টার দিকে মার্কেট খুলে দিয়ে আমি বাসায় চলে যাই।

সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তালেব সাহেব বলেনঃ মালিক পক্ষের দায়িত্ব অনিয়মের এবং অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। যেখানে মার্কেট এর উপরের তলায় ব্যাচেলর ভাড়া দেয়া হয়, যেখানে মার্কেট চুরি হবে এটাই তো স্বাভাবিক তাই না। মিঠুর দোকান চুরি হয়েছে, কালকে যে আরেক জনের হবে না সেটার গ্যারান্টি কি, আমরা চাই এটার একটা ব্যাবস্থা হোক।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম
জানানঃ মালিক পক্ষের সাথে ডেভলপার এর সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা ও ঝগড়া হচ্ছে এবং কোন একটা বিষয় নিয়ে মামলা ও হয়েছে। তবে আমরা চেষ্টা করছি কোন একটা ব্যাবস্থা করে কিছুটা হলেও সহযোগিতা করার৷

এসব বিষয়ে চাঁদগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক হৃদয় মাহমুদ লিটন বলেন, মামলা হয়েছে তবে আমরা এখনো সনাক্ত করেতে পারিনি তবে চেষ্টা চলছে।

  • চট্টগ্রাম